ঢাকা, শনিবার, ৩ শ্রাবণ ১৪৩২, ১৯ জুলাই ২০২৫, ২৩ মহররম ১৪৪৭

জাতীয়

মঠবাড়িয়ায় পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭:৩৪, নভেম্বর ২৯, ২০১৭
মঠবাড়িয়ায় পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু

পিরোজপুর: পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় পুকুরে ডুবে আবদুল্লাহ (৪) ও আয়শা (৩) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে। তারা সম্পর্কে মামাতো-ফুফাতো ভাই-বোন বলে জানা গেছে।

বুধবার (২৯ নভেম্বর) সকালে উপজেলার পশ্চিম রাজপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

মৃত শিশু আবদুল্লাহ উপজেলার পশ্চিম রাজপাড়া গ্রামের এমাদুল হকের ছেলে ও আয়শা একই গ্রামের আলমগীর হোসেনের মেয়ে।

 

পারিবারিক সূত্রে জানা গেছে, আয়শা সম্প্রতি নানা বাড়ি বেড়াতে আসে। সকালে আবদুল্লাহ ও আয়শা বাড়ির আঙ্গিনায় খেলা করার সবার অজান্তে পুকুরের পানিতে পড়ে ডুবে যায়। পরে লোকজন খোঁজাখুঁজির পর তাদের পুকুর থেকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।  

মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক কর্মকর্তা সৌমিত্র সিনহা বাংলানিউজকে জানান, দুই শিশুকে হাসপাতালে মৃত অবস্থায় নিয়ে আসা হয়।

বাংলাদেশ সময়: ১৩২৯ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০১৭
এসএইচ/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।