ঢাকা, শনিবার, ৩ শ্রাবণ ১৪৩২, ১৯ জুলাই ২০২৫, ২৩ মহররম ১৪৪৭

জাতীয়

বেনাপোলে ৩২ হাজার ৪শ’ ডলারসহ যাত্রী আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩:৫৫, নভেম্বর ২৯, ২০১৭
বেনাপোলে ৩২ হাজার ৪শ’ ডলারসহ যাত্রী আটক ডলারসহ আটক যাত্রী

বেনাপোল (যশোর): যশোরের বেনাপোল চেকপোস্ট থেকে ৩২ হাজার ৪শ’ ইউএস ডলারসহ আওলাদ হোসেন (৩৮) নামে ভারত ফেরত এক বাংলাদেশি যাত্রীকে আটক করেছেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা।

বুধবার (২৯ নভেম্বর) সকাল ৮টার দিকে বেনাপোল চেকপোস্ট প্যাসেঞ্জার টার্মিনালের সামনে থেকে ৪৯ ব্যাটালিয়নের বেনাপোল আইসিপি ক্যাম্পের বিজিবি সদস্যরা তাকে আটক করে।

আটক আওলাদ হোসেন কেরানীগঞ্জের আব্দুল করিমের ছেলে।

তার পাসপোর্ট নম্বর BK 0922199।

বিজিবি সূত্রে জানা যায়, ওই যাত্রী ভারত থেকে ফেরার পথে বেনাপোল  চেকপোস্টে তার গতিবিধি বিজিবি সদস্যদের সন্দেহজনক মনে হয়। পরে তারা ওই যুবকের ব্যাগ তল্লাশি করে। এ সময় তার ব্যাগ থেকে ৩২ হাজার ৪শ’ ইউএস ডলার পাওয়া যায়।

৪৯ ব্যাটালিয়ন বিজিবির বেনাপোল আইসিপি ক্যাম্পের নায়েক সুবেদার শ্রী হারাধন আটকের আওলাদ হোসেন এ খবর নিশ্চিত করে বাংলানিউজকে বলেন, আটক ব্যক্তির বিরুদ্ধে মুদ্রা পাচার আইনে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানা পুলিশে সোপর্দ করা হয়েছে।

বাংলাদেশ সময়: ০৯৪৮ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০১৭
এজেডএইচ/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।