ঢাকা, শনিবার, ৩ শ্রাবণ ১৪৩২, ১৯ জুলাই ২০২৫, ২৩ মহররম ১৪৪৭

জাতীয়

আশুগঞ্জে দুই পক্ষের সংঘর্ষে আহত ২০

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:২৯, নভেম্বর ২৮, ২০১৭
আশুগঞ্জে দুই পক্ষের সংঘর্ষে আহত ২০

ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছেন।

মঙ্গলবার (২৮ নভেম্বর) বিকেল ৩টা থেকে প্রায় ৫টা পর্যন্ত উপজেলার শরীফপুর ইউনিয়নের দক্ষিণ তারুয়া এলাকায় এ সংঘর্ষ চলে।

আহতদের সদর হাসপাতাল ও স্থানীয় বিভিন্ন ক্লিনিকে পাঠানো হয়েছে।

তাদের নাম ঠিকান পাওয়া যায়নি।

আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদরুল আলম তালুকদার জানান, রোববার দক্ষিণ তারুয়া এলাকার বিল্লাল পোল্ট্রি ফার্মের সামনের রাস্তার পাশে কিছু ইটের টুকরো ফেলা নিয়ে একই এলাকার খোকন ভূঁইয়া ও শামিম ভূঁইয়ার সঙ্গে ফার্মের মালিক বিল্লাল ভূঁইয়ার হাতাহাতি হয়। এর জের ধরে মঙ্গলবার বিকেলে উভয়পক্ষ দেশি অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। প্রায় দুই ঘণ্টা ধরে চলা এ সংঘর্ষে উভয়পক্ষের অন্তত ২০ জন আহত হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

ফের সংঘর্ষ এড়াতে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ২১২৮ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০১৭
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।