ঢাকা, শনিবার, ৩ শ্রাবণ ১৪৩২, ১৯ জুলাই ২০২৫, ২৩ মহররম ১৪৪৭

জাতীয়

ঠাকুরগাঁওয়ে বাস উল্টে হেলপার নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:১০, নভেম্বর ২৮, ২০১৭
ঠাকুরগাঁওয়ে বাস উল্টে হেলপার নিহত ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঠাকুরগাঁও: ঠাকুরগাঁও-পীরগঞ্জ সড়কে বাস উল্টে বাদশা মিয়া (৩০) নামে এক হেলপার নিহত হয়েছেন। এ ঘটনায় আরো ১০ জন আহত হন।

মঙ্গলবার (২৮ নভেম্বর) বিকেল সাড়ে ৪টায় শিবগঞ্জ বিমানবন্দর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বাদশা মিয়া ঠাকুরগাঁও সদর উপজেলার মুন্সিরহাট গ্রামের আব্দুল কাদেরের ছেলে।

স্থানীয়রা জানায়, মঙ্গলবার বিকাল ৪টায় পীরগঞ্জ থেকে ‘মা এন্টারপ্রাইজ’ নামে একটি যাত্রীবাহী বাস ঠাকুরগাঁও আসছিলো। বিকেল সাড়ে ৪ টায় শিবগঞ্জ বিমানবন্দর এলাকায় পৌঁছলে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই বাস হেলপার বাদশা মারা যান। এ সময় কমপক্ষে ১০ যাত্রী আহত হন। পরে আহতদের ঠাকুরগাঁও ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার করে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে ভর্তি করেন।

ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ১৮০৫ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০১৭
টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।