ঢাকা, শনিবার, ৮ ভাদ্র ১৪৩২, ২৩ আগস্ট ২০২৫, ২৮ সফর ১৪৪৭

জাতীয়

সোমবার দেশব্যাপী আইটি মার্কেটে অর্ধদিবস ধর্মঘট

ব্যুরো এডিটর | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:০০, ফেব্রুয়ারি ২৫, ২০১৭
সোমবার দেশব্যাপী আইটি মার্কেটে অর্ধদিবস ধর্মঘট

খুলনা: খুলনার কম্পিউটার ব্যবসায়ী নাজমুল আহসান রনির উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে সোমবার (২৭ ফেব্রুয়ারি) সারাদেশে ধর্মঘটের ডাক দিয়েছে খুলনা কম্পিউটার ব্যবসায়ী সমিতি (কেসিবিএস) এবং বাংলাদেশ কম্পিউটার সমিতি (বিসিএস)।

ওই দিন অর্ধদিবস আইটি মার্কেট বন্ধ র‍াখবেন ব্যবসায়ীরা।

শনিবার (২৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান কেসিবিএস’র সভাপতি শেখ শাহিদুল হক সোহেল।



এতে আরও জানানো হয়, ১৫ ফেব্রুয়ারি খুলনার ‘চিপছ এন্ড বাইটস’র মালিক নাজমুল আহসান রনি প্রাতঃভ্রমণে বেরিয়ে সন্ত্রাসী হামলার শিকার হন। অজ্ঞাতপরিচয় সন্ত্রাসী তাকে গুলি করে পালিয়ে যায়। হামলাকারীদের গ্রেফতার ও বিচারের আওতায় আনার দাবিতে এই কর্মসূচি।

বাংলাদেশ সময়: ১৮০০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০১৬
এমআরএম/এটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।