ঢাকা, শনিবার, ৮ ভাদ্র ১৪৩২, ২৩ আগস্ট ২০২৫, ২৮ সফর ১৪৪৭

জাতীয়

নিভলো রাজধানীর ইসলামবাগে ভবনের আগুন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:০২, ফেব্রুয়ারি ২৫, ২০১৭
নিভলো রাজধানীর ইসলামবাগে ভবনের আগুন রাজধানীর ইসলামবাগে ভবনের আগুন, ছবি: দীপু মালাকার- বাংলানিউজ

ঢাকা: রাজধানীর ইসলামবাগের তিনতলা বাড়িটির আগুন নিভেছে। ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট প্রায় দুই ঘণ্টা কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনে।

শনিবার (২৫ ফেব্রুয়ারি) বিকেল ৪টা ২৫ মিনিটে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। নেভে ৬টা ৫০ মিনিটে।

বিষয়টি বাংলানিউজকে জানান ফায়ার সার্ভিসের ঢাকা বিভাগের উপ-পরিচালক সমরেন্দ্র নাথ বিশ্বাস ও সদরদফতরের ডিউটি অফিসার মিজানুর রহমান।

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত বাড়ির মালিক মো. আসলাম জানান, কাঠের তিনতলা বাড়ির নিচতলায় প্লাস্টিকের কারখানা।

সমরেন্দ্র নাথ বিশ্বাস জানান, আগুন লাগার সঠিক কারণ জানা যায়নি। তবে বাড়ির রান্নাঘর থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

তিনি বলেন, কেমিক্যালের গোডাউন থাকায় আগুন তাড়াতাড়ি আশপাশে ছড়িয়ে যায়।

এখন পর্যন্ত হতাহতের কোনো খবর মেলেনি। জানা যায়নি ক্ষয়ক্ষতির পরিমাণও।

বাংলাদেশ সময়: ১৬৫৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০১৭
পিএম/এসজেএ/আইএ/এইচএ/

***রাজধানীর ইসলামবাগে ভবনে আগুন, নিয়ন্ত্রণে ১২ ইউনিট

বাংলাদেশ সময়: ১৬৫৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০১৭
পিএম/এসজেএ/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।