ঢাকা, সোমবার, ৩ ভাদ্র ১৪৩২, ১৮ আগস্ট ২০২৫, ২৩ সফর ১৪৪৭

জাতীয়

রাজধানীতে বাসের ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:২৫, ফেব্রুয়ারি ১৫, ২০১৭
রাজধানীতে বাসের ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

ঢাকা: রাজধানীর পশ্চিম যাত্রাবাড়ীতে বাসের ধাক্কায় সিরাজুল ইসলাম (৭০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।

বুধবার (১৫ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে পশ্চিম যাত্রাবাড়ী শহীদ ফারুক সড়কে এ দুর্ঘটনা ঘটে।

সিরাজুর ইসলামের বাড়ি নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায়।

পরিবার নিয়ে তিনি শহীদ ফারুক সড়কের ১৩০/১ নম্বর বাসায় থাকতেন।

নিহতের ছেলে মোহাম্মদ সুমন জানান, তার বাবা শহীদ ফারুক সড়ক পার হচ্ছিলেন। এ সময় বাসের ধাক্কায় গুরুতর আহত হন। পথচারীরা তাকে উদ্ধার করে স্থানীয় মদিনা হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে ঢামেক হাসপাতালে নেওয়া হলে রাত ১০টায় চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঢামেক পুলিশ ক্যাম্প ইনচার্জ (এসআই) বাচ্চু মিয়া এ বিষয়টি নিশ্চিত করে জানান, মৃতদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

বাংলাদেশ সময়: ০১২৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০১৭
এজেডএস/পিসি
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।