ঢাকা, সোমবার, ৩ ভাদ্র ১৪৩২, ১৮ আগস্ট ২০২৫, ২৩ সফর ১৪৪৭

জাতীয়

নালিতাবাড়ীতে ট্রলি-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:৪৪, ফেব্রুয়ারি ১৫, ২০১৭
নালিতাবাড়ীতে ট্রলি-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১

শেরপুর: শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় বালুবাহী ট্রলি ও মোটরসাইকেলের সংঘর্ষে মহির উদ্দিন (৪২) নামে মোটরসাইকেলের এক আরোহী নিহত হয়েছেন।

বুধবার (১৫ ফেব্রুয়ারি) বিকেল ৪টার দিকে উপজেলার বাজার জেলখানা সড়কের জামে মসজিদের সামনে এ দুর্ঘটনা ঘটে। মহির উদ্দিন উপজেলার বেদিকুড়া গ্রামের মৃত ছমির উদ্দিনের ছেলে।

নালিতাবাড়ী থানার উপ পরিদর্শক (এসআই) নজরুল ইসলাম বাংলানিউজকে বলেন, মহির উদ্দিন নালিতাবাড়ী বাজার থেকে মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন। পথে বাজার জামে  মসজিদের সামনে বিপরীত দিক থেকে আসা বালুবাহী একটি ট্রলির সঙ্গে মোটরসাইকেলের ম‍ুখোমুখি সংর্ঘষ হয়। এতে ঘটনাস্থলেই মহির উদ্দিনের মৃত্যু হয়। ট্রলিসহ চালককে আটক করা হয়েছে বলেও জানান এসআই।

বাংলাদেশ সময়: ১৭২৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০১৭
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।