কুষ্টিয়ার মিরপুর উপজেলার মোহাম্মদপুর গ্রামের নজরুল ইসলামের ছেলে মিন্টুর মরদেহ পদ্মায় ভাসতে দেখে থানায় খবর দেন স্থানীয়রা। পুলিশ গিয়ে দুপুরে দিকে তা উদ্ধার করে।
মরদেহটি বর্তমানে চরভদ্রাসন থানায় রাখা হয়েছে বলে জানান ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাম প্রসাদ ভক্ত।
মিন্টুর সঙ্গে নিখোঁজ হয়েছিলেন তার সহপাঠী মানিকগঞ্জ সদরের রত্নাদিয়া গ্রামের নিতাই সরকারের ছেলে শাওন সরকার (২৩)। তার মরদেহ ভাসমান অবস্থায় রোববার (১২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় উদ্ধার করে পুলিশ।
চরভদ্রাসন থানার ওসি রাম প্রসাদ ভক্ত জানান, স্বজনদের কোনো অভিযোগ না থাকলে ময়না তদন্ত ছাড়াই মিন্টুর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। তিনি বলেন, রোববার উদ্ধার হওয়া শাওনের মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
শুক্রবার ঢাকার দ্য ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকের ৩৪ শিক্ষার্থী দোহারের মৈনটঘাটে বেড়াতে যান। সেখান থেকে চরভদ্রাসনের পদ্মার চরে এসে ফুটবল খেলেন তারা। বলটি নদীতে পড়ে গেলে মিন্টু ও শাওন নদীতে বল তুলতে গেলে তারা নিখোঁজ হন।
বাংলাদেশ সময়: ১৮৩৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০১৭
আরকেবি/এএসআর