ঢাকা, শনিবার, ১ ভাদ্র ১৪৩২, ১৬ আগস্ট ২০২৫, ২১ সফর ১৪৪৭

জাতীয়

মধুখালীতে ২ বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০:৫৩, ফেব্রুয়ারি ১৩, ২০১৭
মধুখালীতে ২ বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

ফরিদপুর: ফরিদপুরের মধুখালীতে দু’টি বাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ১৫ জন। 

সোমবার (১৩ ফেব্রুয়ারি) বিকেল ৪টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের মধুখালী উপজেলার নওয়াপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

মধুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন বাংলানিউজকে জানান, বিকেলে ঢাকা থেকে রয়েল এক্সপ্রেসের একটি বাস খুলনায় যাচ্ছিল।

বাসটি মহাসড়কের মধুখালীর নওয়াপাড়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা সোহাগ পরিবহনের একটি বাসের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তিনজন নিহত ও ১৫ জন আহত হন।  

প্রতিবেদনটি লেখা পর্যন্ত বিকেল পৌনে ৫টায় দুর্ঘটনাস্থলে উদ্ধার কাজ চলছিল। নিহতদের মধ্যে একজনের পরিচয় মিলেছে, তার নাম অয়ন, বাড়ি ঝিনাইদহ।

বাংলাদেশ সময়: ১৬৫১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০১৭
আরকেবি/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।