ঢাকা, শনিবার, ১ ভাদ্র ১৪৩২, ১৬ আগস্ট ২০২৫, ২১ সফর ১৪৪৭

জাতীয়

কুষ্টিয়ায় বিজিবির হামলায় কিশোর আহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯:৪১, ফেব্রুয়ারি ১৩, ২০১৭
কুষ্টিয়ায় বিজিবির হামলায় কিশোর আহত

কুষ্টিয়া: কুষ্টিয়ার মিরপুরে বাপ্পী (১৭) নামে মা অটোজের এক মেকানিককে পিটিয়ে আহত করা হয়েছে বলে হুমায়ূন কবির নামে এক বিজিবি সদস্যের বিরুদ্ধে অভিযোগ উঠেছে।

সোমবার (১৩ ফেব্রুয়ারি) সকালে এ ঘটনা ঘটে। বাপ্পি উপজেলার ফুলবাড়ীয়া ইউনিয়নের গেটপাড়া গ্রামের আব্দুল হালিমের ছেলে।

হামলার শিকার বাপ্পী বাংলানিউজকে বলেন, শুক্রবার সকালে ১৮০ টাকার বিপরীতে ক্যাশ মেমোর মাধ্যমে একটি ব্রেক সু কিনে ওই বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্য হুমায়ূন কবিরের মোটরসাইকেলে লাগানো হয়। সোমবার সকালে দোকান খোলা মাত্রই হঠাৎ তিনি এসে নকল ব্রেক সু’র অজুহাতে আমাকে বেধড়ক মারধর করেন। পরে স্থানীয়রা আহত অবস্থায় আমাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

হামলাকারী হুমায়ূন কবির ময়মনসিংহে ২৭ বিজিবিতে কর্মরত।
বিষয়টি সমঝোতা হয়েছে বলে জানান তিনি।

এ ব্যাপারে ৪৭ বিজিবির পরিচালক লে. কর্নেল শহীদুল ইসলাম বাংলানিউজকে জানান, বিষয়টি আমি শুনেছি। তবে আমার কাছে কোন অভিযোগ আসেনি। যদি অভিযোগ আসে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।

মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বাংলানিউজকে বলেন, এ বিষয়ে আমরা এখন পর্যন্ত অবগত নই।

বাংলাদেশ সময়: ১৫৩৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০১৭
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ