ঢাকা, শনিবার, ১ ভাদ্র ১৪৩২, ১৬ আগস্ট ২০২৫, ২১ সফর ১৪৪৭

জাতীয়

মানিকগঞ্জে মাদক ব্যবসায়ী ২ যুবকের কারাদণ্ড

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭:৫১, ফেব্রুয়ারি ১৩, ২০১৭
মানিকগঞ্জে মাদক ব্যবসায়ী ২ যুবকের কারাদণ্ড

মানিকগঞ্জ: মানিকগঞ্জ সদর উপজেলায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুই যুবককে ছয় মাস করে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (১৩ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১টার দিকে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ইউএনও) মুহাম্মদ শাহাদত খন্দকার এ আদেশ দেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন-সদর উপজেলার বেওথা এলাকার দুলাল রবিদাসের ছেলে সুজন রবিদাস (২৪)।

তাকে নিজ বাড়ি থেকে ২৫ পিস ইয়াবাসহ আটক করা হয়। অপরজন একই উপজেলার বেংরুয়া এলাকার আলাউদ্দিনের ছেলে সাহজাহান হোসেন (২৮)। নিজ বাড়ি থেকে ৫০০ গ্রাম গাঁজাসহ তাকে আটক করা হয়।

মানিকগঞ্জ মাদকদ্রব্য অধিদপ্তরের ইনচার্জ সাইফুল বাংলানিউজকে জানান, দণ্ডপ্রাপ্তরা নিজ নিজ এলাকায় দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত। গোপন সংবাদের ভিত্তিতে তাদের আটক করে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে বিচারক তাদের ছয় মাস করে কারাদণ্ড দেন।

বাংলাদেশ সময়: ১৩৪৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০১৭
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ