ঢাকা, বুধবার, ২২ শ্রাবণ ১৪৩২, ০৬ আগস্ট ২০২৫, ১১ সফর ১৪৪৭

জাতীয়

রাজধানীতে ভবন থেকে পড়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০:৪১, ফেব্রুয়ারি ৮, ২০১৭
রাজধানীতে ভবন থেকে পড়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু

ঢাকা: মোহাম্মদপুর রায়বাজার বেড়িবাঁধ সাদেক খান পেট্রোল পাম্প সংলগ্ন নির্মাণাধীন ১১ তলা ভবন থেকে পড়ে আলামিন হোসেন (২৮) নামের এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। বুধবার (৮ ফেব্রুয়ারি) বিকেল ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

মৃত ব্যক্তির সহকর্মী আবদুল করিম বাংলানিউজকে জানান, নির্মাণাধীন ভবনের ১১ তলায় কাজ করার সময় হঠাৎ পড়ে যায় আলামিন। মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেকে) হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক বিকেল ৪টায় তাকে মৃত ঘোষণা করেন।

ঢামেক পুলিশ বক্সের উপ-পরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া বাংলানিউজকে জানান, মৃত আলামিনের গ্রামে বাড়ি বরিশালে বলে জানা গেছে। মরদেহ মর্গে রাখা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৬৩২ ঘণ্টা, জানুয়ারি ০৮, ২০১৬
এজেডএস/এসআরএস/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।