ঢাকা, বুধবার, ২২ শ্রাবণ ১৪৩২, ০৬ আগস্ট ২০২৫, ১১ সফর ১৪৪৭

জাতীয়

কালীগঞ্জে ৭৩ বোতল মদসহ ২ মাদক ব্যবসায়ী আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:০৫, ফেব্রুয়ারি ৭, ২০১৭
কালীগঞ্জে ৭৩ বোতল মদসহ ২ মাদক ব্যবসায়ী আটক

ঝিনাইদহ: ঝিনাইদহের কালীগঞ্জ বারোবাজার এলাকা থেকে ৭৩ বোতল বিদেশি মদ ও একটি প্রাইভেটকারসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে হাইওয়ে পুলিশ।

মঙ্গলবার (০৭ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে তাদের আটক করা হয়।

আটক মাদক ব্যবসায়ীরা হলেন- কুষ্টিয়ার আমলাপড়া গ্রামের গোপাল চন্দ্র সরকার (৪৫) ও যশোর কারবালা এলাকার আব্দুর রবের ছেলে সেলিম হোসেন (৩২)।

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বাংলানিজউকে জানান, কুষ্টিয়া থেকে প্রাইভেটকারে করে মদ যশোরে নিয়ে যাওয়া হচ্ছে, এমন গোপন সংবাদের ভিত্তিতে বারোবাজার এলাকায় হাইওয়ে পুলিশ প্রাইভেটকারটির গতিরোধ করে। পরে প্রাইভেটকারটি তল্লাশি করে ৭৩ বোতল বিদেশি মদসহ গোপাল চন্দ্র সরকার ও সেলিম হোসেনকে আটক করা হয়।

ওসি আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাদের আগামীকাল ঝিনাইদহ আদালতে পাঠানো হবে।

বাংলাদেশ সময়: ২২০২ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৭, ২০১৭
এজি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।