ঢাকা, বুধবার, ২২ শ্রাবণ ১৪৩২, ০৬ আগস্ট ২০২৫, ১১ সফর ১৪৪৭

জাতীয়

২১ ফেব্রুয়ারি সীমান্তহাটে বসবে ২ বাংলার প্রাণের মেলা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:৪৮, ফেব্রুয়ারি ৭, ২০১৭
২১ ফেব্রুয়ারি সীমান্তহাটে বসবে ২ বাংলার প্রাণের মেলা ২১ ফেব্রুয়ারি সীমান্তহাটে বসবে ২ বাংলার প্রাণের মেলা-ছবি: বাংলানিউজ

ফেনী: আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ফেনীর ছাগলানাইয়া-ত্রিপুরার শ্রীনগর সীমান্তহাটে বসবে দুই বাংলা প্রাণের মেলা। এছাড়া দুই বাংলার সাংস্কৃতিক কর্মীদের সমন্বয়ে অনুষ্ঠিত হবে জমকালো সাংস্কৃতিক অনুষ্ঠান।

মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) সীমান্তহাটের হলরুমে বাংলাদেশ-ভারত দিপাক্ষিক বৈঠক এ সিদ্ধান্ত হয়।

ছাগলনাইয়া উপজেলা প্রশাসন সূত্র জানায়, ২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস  যৌথভাবে উদযাপনের জন্য বাংলাদেশ-ভারতের প্রতিনিধিরা একমত হয়েছেন।

ওইদিন বাংলাদেশ ও ভারতের তিন হাজার মানুষের উপস্থিতিতে এ দিবসটি উদযাপন করার জন্য দু'দেশের প্রতিনিধিদের উপস্থিতিতে সার্বিক প্রস্তুতি নিয়ে বিশদ আলোচনা হয়।

জানা যায়, দিবসটি উপলক্ষে আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন থাকবে। থাকবে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা।

প্রস্তুতি সভায় বাংলাদেশের পক্ষে ফেনীর অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) দেবময় দেওয়ান, ছাগলানাইয়া ও শ্রীনগর বর্ডার হাট ম্যানেজমেন্ট কমিটির সভাপতি ফেনীর অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট শারমীন জাহান, ছাগলনাইয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মেজবাউল হায়দার চৌধুরী, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জেসমিন আক্তার, স্থানীয় রাধানগর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান রবিউল হক মাহবুব, বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মধুগ্রাম কোম্পানি কমান্ডার সুবেদার মো. ইমতিয়াজ। ভারতের পক্ষে ত্রিপুরার এডিএম মনোজ কান্তি সেন নেতৃত্ব দেন।

ছাগলনাইয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মেজবাউল হায়দার চৌধুরী বাংলানিউজকে জানান, ২১ ফেব্রুয়ারি বাংলাদেশ-ভারতের ছাগলনাইয়া সীমান্তহাটে কয়েক হাজার বাঙালির মিলন মেলা ঘটবে।

তিনি আরও জানান, বাংলাদেশ ও ভারতের ত্রিপুরা রাজ্যের অধিবাসীদের মাতৃভাষা বাংলা। সীমান্তে কাঁটাতারের বেড়ার কারণে সীমান্ত পারের মানুষ বিচ্ছিন্ন হয়ে পড়েছিলেন। সীমান্তহাট চালুর মাধ্যমে বাংলা ভাষাভাষী দু’দেশের মানুষের ভ্রাতৃত্ব ও সেতুবন্ধনের ভূমিকা রাখছে ছাগলনাইয়া সীমান্তহাট।

আগামী বৈঠকে সীমান্তহাটে নিষিদ্ধ ও মেয়াদোত্তীর্ণ ভারতীয় পণ্য বিক্রি বন্ধের ব্যাপারে আলোচনা হওয়ার কথা রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা যায়।

বাংলাদেশ সময়: ২১৪৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৭, ২০১৭
আরবি/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।