ঢাকা, বুধবার, ২২ শ্রাবণ ১৪৩২, ০৬ আগস্ট ২০২৫, ১১ সফর ১৪৪৭

জাতীয়

রাঙামাটিতে ইয়াবা ব্যবসায়ী আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:১১, ফেব্রুয়ারি ৭, ২০১৭
রাঙামাটিতে ইয়াবা ব্যবসায়ী আটক রাঙামাটিতে ইয়াবা ব্যবসায়ী আটক

রাঙামাটি: রাঙামাটিতে ৩০ পিস ইয়াবাসহ এরশাদ হোসেন (৩৪) নামে এক ইয়াবা ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (০৭ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে শহরের ফিসারী ঘাট এলাকা থেকে তাকে আটক করা হয়।

এরশাদ জেলা শহরের কাঠালতলী এলাকার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মচারী মো. শাহাদাত হোসেনের ছেলে।

কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রশীদ বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে সন্ধ্যায় শহরের ফিসারী ঘাট এলাকায় অভিযান চালানো হয়। এসময় ৩০ পিস ইয়াবা ও ৭০০ টাকাসহ তাকে আটক করা হয়।

এরশাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হবে বলে জানান তিনি।

বাংলাদেশ সময়: ২১০৯  ঘণ্টা, ফেব্রুয়ারি ০৭, ২০১৭
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।