ঢাকা, বুধবার, ২১ শ্রাবণ ১৪৩২, ০৬ আগস্ট ২০২৫, ১১ সফর ১৪৪৭

জাতীয়

নকলে সহযোগিতা করায় দুই ভুয়া শিক্ষককে কারাদণ্ড

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:৫৬, ফেব্রুয়ারি ৭, ২০১৭
নকলে সহযোগিতা করায় দুই ভুয়া শিক্ষককে কারাদণ্ড

ময়মনসিংহ: ময়মনসিংহের ত্রিশালে পরীক্ষার হলে শিক্ষক সেজে অবৈধভাবে প্রবেশ করে শিক্ষার্থীদের নকলে সহযোগিতা করার দায়ে দুই ভুয়া শিক্ষককে দুই বছর করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

সাজাপ্রাপ্তরা হলেন- জোবায়ের হোসেন (২২) ও সাদ্দাম হোসেন (২২)। জোবায়ের হোসেন ত্রিশাল উপজেলার হদ্দের ভিটা গ্রামের জালাল উদ্দিনের ছেলে এবং অপরজন নান্দাইল উপজেলার চরবেলামারি গ্রামের খুরশেদ আলমের ছেলে।

মঙ্গলবার (০৭ ফেব্রুয়ারি) দুপুরে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট আরিফুর রহমান এ দণ্ডাদেশ দেন।

ম্যাজিস্ট্রেট আরিফুর রহমান বাংলানিউজকে জানান, ত্রিশাল নজরুল ডিগ্রি কলেজ কেন্দ্রে এসএসসি পরীক্ষার্থীদের ইংরেজি পরীক্ষা চলাকালীন শিক্ষক পরিচয়ে দুইজন হলের ভিতরে প্রবেশ করেন। পরে শিক্ষার্থীদের প্রশ্নের উত্তর সমাধান করার জন্য বাইরে কারো সঙ্গে মোবাইলে বারবার কথা বললে সন্দেহজনকভাবে তাদের আটক করা হয়।

তাদেরকে জিজ্ঞাসাবাদ করে জানা যায়, শিক্ষার্থীদের নকলে সহযোগিতা করার জন্য পরীক্ষার হলে প্রবেশ করেছেন তারা।

এ ঘটনায় ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ওই দুই ভুয়া শিক্ষককে পাবলিক পরীক্ষা (অপরাধ) আইন ৯-ধারায় দুই বছর করে
বিনাশ্রম কারাদণ্ডসহ ৫’শ টাকা করে জরিমানা করা হয়। অনাদায়ে তাদের আরও সাতদিনের কারাদণ্ড দেয়া হয় বলেও জানান আরিফুর রহমান। সাজাপ্রাপ্তদের ময়মনসিংহ জেলহাজতে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৭৫৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৭, ২০১৭
এমএএএম/এসআরএস/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।