ঢাকা, বুধবার, ২১ শ্রাবণ ১৪৩২, ০৬ আগস্ট ২০২৫, ১১ সফর ১৪৪৭

জাতীয়

কাউখালীতে ৩ ইটভাটা মালিককে জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০:৪৩, ফেব্রুয়ারি ৭, ২০১৭
কাউখালীতে ৩ ইটভাটা মালিককে জরিমানা

পিরোজপুর: অবৈধভাবে কাঠ দিয়ে ইট পোড়ানোর দায়ে পিরোজপুরের কাউখালী উপজেলার বড় বিড়াল ঝুড়ি এলাকায় তিন ইটভাটা মালিককে ১০ হাজার টাকা করে ৩০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (৭ জানুয়ারি) দুপুরে ভ্রাম্যমাণ আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট সাব্বির আহম্মেদ আকুঞ্জি এ জরিমানা করেন।

অর্থদণ্ড প্রাপ্তরা হলেন-বড় বিড়াল ঝুড়ি এলাকার সাবেক ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য শামসুল হক, কাঠালিয়া গ্রামের সাবেক ইউপি সদস্য জাকির হোসেন এবং গোসনতারা এলাকার নাসির উদ্দিন।


 
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, উপজেলার বড় বিড়াল ঝুড়ি এলাকায় তিনটি ইটভাটায় অবৈধভাবে কাঠ দিয়ে ইট পোড়ানো হচ্ছে। এমন সংবাদের ভিত্তিতে দুপুরে সেখানে অভিযান চালায় আদালত। এসময় ওই তিন ভাটার মালিককে ১০ হাজার টাকা করে মোট ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। পরে ইটের পাঁজাগুলো ভেঙে দেওয়া হয়।

বাংলাদেশ সময়: ১৬৪৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৭, ২০১৭
আরবি/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।