ঢাকা, বুধবার, ২১ শ্রাবণ ১৪৩২, ০৬ আগস্ট ২০২৫, ১১ সফর ১৪৪৭

জাতীয়

৩৬তম বিসিএস লিখিত পরীক্ষার ফল প্রকাশ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০:০৬, ফেব্রুয়ারি ৭, ২০১৭
৩৬তম বিসিএস লিখিত পরীক্ষার ফল প্রকাশ

ঢাকা: ৩৬তম বিসিএসে লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। এতে ৫ হাজার ৯৯০ জন উত্তীর্ণ হয়েছেন।

পিএসসির জনসংযোগ কর্মকর্তা হাসান মো. হাফিজুর রহমান মঙ্গলবার (০৭ ফেব্রুয়ারি) বাংলানিউজকে জানান, কমিশনের ওয়েবসাইট এবং মোবাইল ফোনে এসএমএসের মাধ্যমে ফলাফল পাওয়া যাবে।
 
লিখিত পরীক্ষায় উত্তীর্ণদের আগামী ১২ মার্চ থেকে মৌখিক পরীক্ষা শুরু হবে বলে জানান পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক আ. ই. ম. নেছার উদ্দিন।



টেলিটক মোবাইলের মাধ্যমে ফল পেতে PSC36Registration Number লিখে ১৬২২২-তে পাঠাতে হবে।
 
বিভিন্ন ক্যাডারে ২ হাজার ১৮০ জনকে নিয়োগ দিতে ২০১৫ সালের ৩১ মে ৩৬তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করে পিএসসি।

গত বছরের ৮ জানুয়ারি অনুষ্ঠিত প্রিলিমিনারি পরীক্ষায় ২ লাখ ১১ হাজার ৩২৬ জন পরীক্ষার্থী অংশ নেন। বছরের ১০ ফেব্রুয়ারি প্রিলিমিনারি পরীক্ষার ফলাফল প্রকাশ করে পিএসসি, এতে উত্তীর্ণ হন ১৩ হাজার ৮৩০ জন।
 
গত ১ সেপ্টেম্বর থেকে শুরু হয়ে আবশ্যিক বিষয়ের লিখিত পরীক্ষা শেষ হয় ৬ সেপ্টেম্বর, আর পদ সংশ্লিষ্ট বিষয়ের পরীক্ষা হয় ৫ থেকে ২৪ অক্টোবর পর্যন্ত।

***ফলাফল জানতে ক্লিক করুন এখানে-
 
বাংলাদেশ সময়: ১৬০৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৭, ২০১৭/আপডেট ১৬২৬
এমআইএইচ/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।