ঢাকা, শুক্রবার, ১০ শ্রাবণ ১৪৩২, ২৫ জুলাই ২০২৫, ২৯ মহররম ১৪৪৭

জাতীয়

গাজীপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ১

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪:৩৫, জানুয়ারি ৩০, ২০১৭
গাজীপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ১ সড়ক দুর্ঘটনা/ ছবি: বাংলানিউজ

গাজীপুর: গাজীপুরের কালীগঞ্জ উপজেলার রাথুড়া এলাকায় একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে অজ্ঞাত পরিচয় এক ব্যক্তি নিহত হয়েছেন।

সোমবার (৩০ জানুয়ারি) ভোরে গাজীপুর-নারায়ণগঞ্জ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তি ট্রাকচালক বলে ধারণা করা হলেও তার নাম-পরিচয় জানা যায়নি।

তার বয়স আনুমানিক (৫০) বছর।

কালীগঞ্জ থানাধীন উলুখোলা পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) মো. গোলাম মাওলা বাংলানিউজকে জানান, কালীগঞ্জের রাথুড়া এলাকায় গাজীপুর-নারায়ণগঞ্জ মহাসড়কে ড্রাম ভর্তি একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লাগে।

এ সময় পেছন থেকে আসা আরেকটি ট্রাক ওই ট্রাককে ধাক্কা দিলে ট্রাকের সামনে থাকা এক ব্যক্তি ঘটনাস্থলেই নিহত হন। ধারণা করা হচ্ছে নিহত ওই ব্যক্তি ট্রাকচালক।

খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে বলেও জানান এসআই গোলাম মওলা।

বাংলাদেশ সময়: ১০৩৩ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০১৭
আরএস/আরআইএস/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।