ঢাকা, শুক্রবার, ১০ শ্রাবণ ১৪৩২, ২৫ জুলাই ২০২৫, ২৯ মহররম ১৪৪৭

জাতীয়

ফেনীতে শিশু ধর্ষণ, ধর্ষক গ্রেফতার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:০৭, জানুয়ারি ২৯, ২০১৭
ফেনীতে শিশু ধর্ষণ, ধর্ষক গ্রেফতার   ফেনীতে শিশু ধর্ষণ, ধর্ষক গ্রেফতার-ছবি: বাংলানিউজ

ফেনী: ফেনীতে পাঁচ বছর বয়সী একটি শিশু ধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের পর বাবলু মিঞা (৪০) নামে ধর্ষককে গ্রেফতার করেছে পুলিশ। রোববার (২৯ জানুয়ারি) বিকেলে শহরতলীর কাজিরবাগ গিলাবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদ খান চৌধুরী বাংলানিউজকে জানান, এ ঘটনায় শিশুটির বাবা বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন। পরে বাবলুকে গ্রেফতার করা হয়।

তিনি ওই এলাকায় দীর্ঘদিন ধরে দিনমজুরের কাজ করেন। তার বাড়ি রংপুর জেলায়।

রোববার শিশুটির বাবা ও মায়ের অনুপস্থিতির সুযোগে একই এলাকায় কাজে নিয়োজিত দিনমজুর বাবুল শিশুটিকে চকলেট কিনে দেওয়ার প্রলোভন দিয়ে অজ্ঞাত স্থানে দিয়ে ধর্ষণ করেন।
 
ফেনী সদর হাসপাতালের ডা. অসীম কুমার সাহ‍া বাংলানিউজকে জানান, শিশুটিকে চিকিৎসা দেওয়া হচ্ছে।

বাংলাদেশ সময়: ২২০২ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০১৭
আরবি/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।