ঢাকা, শুক্রবার, ১০ শ্রাবণ ১৪৩২, ২৫ জুলাই ২০২৫, ২৯ মহররম ১৪৪৭

জাতীয়

নবাবগঞ্জে দুর্ঘটনা কবলিত প্রাইভেটকার থেকে ফেনসিডিল উদ্ধার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:৩৭, জানুয়ারি ২৯, ২০১৭
নবাবগঞ্জে দুর্ঘটনা কবলিত প্রাইভেটকার থেকে ফেনসিডিল উদ্ধার

দিনাজপুর: দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলায় দুর্ঘটনা কবলিত একটি প্রাইভেট কার থেকে ৩৭৫ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে পুলিশ। রোববার (২৯ জানুয়ারি) সকালে উপজেলার হেলেঞ্চা এলাকায় একটি মাইক্রোবাসের সঙ্গে প্রাইভেটকারটির মুখোমুখি সংঘর্ষ হয়।

পরে দুপুরে ঘটনাস্থল থেকে গাড়িটি (ঢাকা মেট্রো গ-১২-৪৪০২) থানায় নিয়ে আসান পর তাতে তল্লাশি চালালে গাড়িটির পেছন থেকে ৩৭৫ বোতল ফেনসিডিল পাওয়া যায়।

নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন জানান, হিলি থেকে প্রাইভেটকারটি ঢাকার উদ্দেশে রওনা হলে হিলি-নবাবগঞ্জ সড়কের হেলেঞ্চা এলাকায় মাইক্রোবাসের সঙ্গে প্রাইভেটকারটির মুখোমুখি সংঘর্ষ হয়।

এসময় গাড়ির চালক পালিয়ে যায়।

এ ঘটনায় থানায় একটি মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ২০২১ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০১৭
বিএসকে/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।