ঢাকা, শুক্রবার, ১০ শ্রাবণ ১৪৩২, ২৫ জুলাই ২০২৫, ২৯ মহররম ১৪৪৭

জাতীয়

রাজাপুরে ৫ জুয়াড়ির কারাদণ্ড

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:০৮, জানুয়ারি ২৯, ২০১৭
রাজাপুরে ৫ জুয়াড়ির কারাদণ্ড

ঝালকাঠি: ঝালকাঠির রাজাপুরের ইন্দ্রপাশা গ্রামে পাঁচ জুয়াড়িকে পাঁচ দিনের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। রোববার (২৯ জানুয়ারি) বেলা ১১টার দিকে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আফরোজা বেগম পারুল এ আদেশ দেন।

দণ্ডাদেশ প্রাপ্তরা হলেন-ইন্দ্রপাশার মৃত হযরত আলীর ছেলে মজনু হাওলাদার (৩৮), রাজ্জাক হাওলাদারের ছেলে রফিক হাওলাদার (৩৮), নুরুল হকের ছেলে জামাল হাওলাদার (২৮), সাউদপুরের ইসাহাক মোল্লার ছেলে লিটন মোল্লা (৩০) ও মৃত খলিলুর রহমানের ছেলে আল-মামুন (৩০)।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা আফরোজা বেগম পারুল জানান, শনিবার (২৮ জানুয়ারি) দিনগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে ইন্দ্রপাশা গ্রামে অভিযান চালায় প‍ুলিশ।

এসময় সুলতান মল্লিকের পরিত্যক্ত একটি ঘরে জুয়া খেলার সময় ওই জুয়াড়িদের আটক করা হয়।

বাংলাদেশ সময়: ১৯০০ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০১৭
এমএস/বিএসকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।