ঢাকা, শুক্রবার, ১০ শ্রাবণ ১৪৩২, ২৫ জুলাই ২০২৫, ২৯ মহররম ১৪৪৭

জাতীয়

মহেশপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কৃষকের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:০৪, জানুয়ারি ২৯, ২০১৭
মহেশপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কৃষকের মৃত্যু

ঝিনাইদহ: ঝিনাইদহের মহেশপুর উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ইজাবুল আলী (৩০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। রোববার (২৯ জানুয়ারি) বিকেলে উপজেলার কাজিরবেড় ইউনিয়নের জীবননগর পাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে। ইজাবুল ওই গ্রামের আকবর আলীর ছেলে।

স্থানীয়রা জানান, বিকেলে নিজ বাড়িতে কাজ করছিলেন ইজাবুল আলী। একপর্যায়ে অসাবধানতাবশত বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলেই মারা যান তিনি।

মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বিপ্লব বাংলানিউজকে বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।
 
বাংলাদেশ সময়: ১৮২৫ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০১৭
বিএসকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।