ঢাকা, বৃহস্পতিবার, ৮ শ্রাবণ ১৪৩২, ২৪ জুলাই ২০২৫, ২৮ মহররম ১৪৪৭

জাতীয়

অমতে বিয়ে ঠিক করায় স্কুলছাত্রীর আত্মহত্যা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩:৪৮, জানুয়ারি ২৭, ২০১৭
অমতে বিয়ে ঠিক করায় স্কুলছাত্রীর আত্মহত্যা

বরিশাল: অমতে বিয়ে ঠিক করায় বরিশালের হিজলা উপজেলায় বিসিডি মাধ্যমিক বিদ্যালয়ের ৮ম শ্রেণির এক ছাত্রী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। শুক্রবার (২৭ জানুয়ারি) রাতে নিজ বসতঘরের আঁড়ার সঙ্গে সে রশিতে ঝুলে আত্মহত্যা করে।

বৈশাখী আক্তার (১৪) উপজেলার বড়জালিয়া ইউনিয়নের বড়জালিয়া গ্রামের কবির সিকদারের মেয়ে।

স্থানীয় সূত্রে জানা যায়, বৈশাখীর মা বিদেশ থেকে ফিরে আসা তার বোনের (উম্মে হাবিবা) ছেলের সঙ্গে বৈশাখীর বিয়ে দিতে চান।

এজন্য চাপ প্রয়োগ করেন। কিন্তু বৈশাখী এ বিয়েতে রাজি না হওয়ায় তাদের মধ্যে বাক-বিতণ্ডা হয়।

এর জের ধরে অভিমান করে বৈশাখী আত্মহত্যা করে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।

বিষয়টির সত্যতা নিশ্চিত করে হিজলা থানার ওসি (তদন্ত) মো. ফোরকান আলী জানান, স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ বরিশাল শের-ই-বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় হাসপাতাল মর্গে পাঠানো হবে।

বাংলাদেশ সময়: ০৫৪৫, জানুয়ারি ২৮, ২০১৭
এমএস/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।