বুধবার (২৫ জানুয়ারি) বেলা ১২টার দিকে বরগুনা সদর উপজেলার কালিরতবক গ্রামে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন, কালিরতবক গ্রামের মো. মালেক পহলান (৪৫), মো. রিপন পহলান (৩৫), মো. হাদিস পহলান (৩০), দুলু বেগম (৩৫), রানী বেগম (৪০), ফরিদা বেগম (৪৫), মনোয়ারা বেগম (৪৫) এবং সাহনাজ আক্তার (৩০)।
আহতদের মধ্যে দুলু বেগমের অবস্থা সংকটাপন্ন হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
আহতরা বাংলানিউজকে জানান, আদালতের রায় উপেক্ষা করে কালিরতবক গ্রামের আলম পহলান, কিসনুর পহলান ও ফরহাদ পহলান তাদের দলবল নিয়ে জমি দখল করতে গেলে তারা বাধা দেন। জমি দখলে বাধা দেওয়ায় তারা তাদের লাঠি দিয়ে পিটিয়ে আহত করেন।
বরগুনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াজ হোসেন পিপিএম বাংলানিউজকে বলেন, মারধরের ঘটনা তিনি শুনেছেন। তবে এখনো কোনো অভিযোগ পাননি। অভিযোগ পেলে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।
বাংলাদেশ সময়: ১৭৫৪ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০১৭
এনটি