ঢাকা, মঙ্গলবার, ৭ শ্রাবণ ১৪৩২, ২২ জুলাই ২০২৫, ২৬ মহররম ১৪৪৭

জাতীয়

বিমান বিধ্বস্ত: ঘটনাস্থলে এখনো উৎসুক জনতার ভিড়

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:৩৯, জুলাই ২২, ২০২৫
বিমান বিধ্বস্ত: ঘটনাস্থলে এখনো উৎসুক জনতার ভিড় উত্তরায় বিমান বিধ্বস্ত ঘটনাস্থলে উৎসুক জনতার ভিড়।

ঢাকা: মাঠে নেই শিশুদের দৌড়াদৌড়ি, ক্লাসে নেই কোনো শিক্ষার্থীদের হইচই।

মঙ্গলবার (২২ জুলাই) সকাল থেকে হয়নি কোনো ক্লাস, বাজেনি কোনো ক্লাস শুরুর ঘণ্টাও।

অথচ একদিন আগেও রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ছিল শিক্ষার্থীদের পদচারণায় মুখর।

এদিন সরেজমিনে সকাল ৯টা থেকে মাইলস্টোন স্কুলে উৎসুক জনতার ভিড় দেখা গেছে। এ ভিড়ে আছেন শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও উৎসুক জনতা। মোবাইল হাতে নিয়ে অনেকে ছবি তুলছেন, ভিডিও করছেন দুর্ঘটনাস্থলে।

উত্তরা এলাকার লেগুনা চালক মো. সাদ্দাম দুর্ঘটনস্থলে এসেছেন। তিনি বলেন, এখানে দেখতে এসেছি। কোথায় কি হয়েছে। এসে দেখি অনেক মানুষের ভিড়।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানিয়েছে, বাংলাদেশ বিমান বাহিনীর এফ-৭ বিজিআই প্রশিক্ষণ বিমান উত্তরায় বিধ্বস্ত হয়েছে। বিমানটি দুপুর ১টা ৬ মিনিটে উড্ডয়ন করে।

এ দুর্ঘটনায় এখন পর্যন্ত ২৭ জন নিহত হয়েছে। এছাড়া বর্তমানে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছেন ৭৮ জন।

এমএমআই/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ