ঢাকা, শনিবার, ১ ভাদ্র ১৪৩২, ১৬ আগস্ট ২০২৫, ২১ সফর ১৪৪৭

জাতীয়

সৈয়দপুরে দুই মাদকসেবীর কারাদণ্ড

উপজেলা করসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:৫৯, জানুয়ারি ২, ২০১৭
সৈয়দপুরে দুই মাদকসেবীর কারাদণ্ড

সৈয়দপুর (নীলফামারী): নীলফামারীর সৈয়দপুরে দুই মাদকসেবীকে বিনাশ্রম কারাদণ্ডাদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (০২ জানুয়ারি) দুপুরে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আহমেদ মাহবুব-উল-ইসলাম এ আদেশ দেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন- শহরের ইসলামবাগ বড় মসজিদ এলাকার মো. ফখরুদ্দীনের ছেলে হাবীব (২২) ও একই এলাকার মৃত হাছিম মিস্ত্রীর ছেলে মুজাহিদ।

সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমীরুল ইসলাম বাংলানিউজকে জানান, মাদক সেবন করার সময় তাদের আটক করা হয়। পরে তাদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে বিচারক তাদের তিন দিনের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দেন।

বাংলাদেশ সময়: ১৮৫৯ ঘণ্টা, জানুয়ারি ০২, ২০১৬
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ