ঢাকা, বুধবার, ৮ শ্রাবণ ১৪৩২, ২৩ জুলাই ২০২৫, ২৭ মহররম ১৪৪৭

জাতীয়

রায়পুরে মাদ্রাসা ছাত্রীর মরদেহ উদ্ধার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:৫৯, ডিসেম্বর ১২, ২০১৬
রায়পুরে মাদ্রাসা ছাত্রীর মরদেহ উদ্ধার

লক্ষ্মীপুরের রায়পুরে নিখোঁজের একদিন পর রোজিনা আক্তার (১৩) নামে এক মাদ্রাসা ছাত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরের রায়পুরে নিখোঁজের একদিন পর রোজিনা আক্তার (১৩) নামে এক মাদ্রাসা ছাত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (১২ ডিসেম্বর) বিকেল ৪টার দিকে রায়পুর পৌরসভার সাত নম্বর ওর্য়াডের মিজি বাড়ির সুপারি বাগান থেকে মরদেহটি উদ্ধার করা হয়।



রোজিনা ওই এলাকার শফিক উল্লাহর মেয়ে ও স্থানীয় খাদিজা কোবরা মহিলা মাদ্রাসার চতুর্থ শ্রেণির ছাত্রী ছিলো।

রোজিনার মা মনোয়ারা বেগম বাংলানিউজকে জানান, রোববার (১১ ডিসেম্বর) সকালে রোজিনা বাড়ি থেকে মাদ্রাসায় গিয়ে আর বাড়ি ফিরে আসেনি। পরে অনেক খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি।

রায়পুর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. শরিফ বাংলানিউজকে জানান, মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য লক্ষ্মীপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনার তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৭২০ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০১৬
এজি/এসএনএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।