ঢাকা, শুক্রবার, ৯ শ্রাবণ ১৪৩২, ২৫ জুলাই ২০২৫, ২৯ মহররম ১৪৪৭

জাতীয়

যশোরে সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে ছিনতাইকারী নিহত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪:৪০, ডিসেম্বর ১১, ২০১৬
যশোরে সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে ছিনতাইকারী নিহত

যশোরে ছিনতাইকারীদের দুইপক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে ইউসুফ (৩২) নামে এক ছিনতাকারী নিহত হয়েছেন।

যশোর: যশোরে ছিনতাইকারীদের দুইপক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে ইউসুফ (৩২) নামে এক ছিনতাকারী নিহত হয়েছেন।

শনিবার (১০ ডিসেম্বর) দিনগত রাত ২টার দিকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত ইউসুফ জেলা শহরের ঘোপ সেন্ট্রাল রোড এলাকার আব্দুল লতিফের ছেলে।

যশোর কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইলিয়াস হোসেন বাংলানিউজকে জানান, রাতে ছিনতাইয়ের টাকা ভাগাভাগি নিয়ে দুইপক্ষের মধ্যে গুলি বিনিময় হয়। এসময় গুলিবিদ্ধ হন ইউসুফ নামে ওই ছিনতাইকারী। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে গুলিবিদ্ধ ইউসুফকে উদ্ধার করে ওই হাসপাতালে ভর্তি করে। এসময় ঘটনাস্থল থেকে ওয়ান শ্যুটারগান, এক রাউন্ড গুলি ও দুইটি হাতবোমা উদ্ধার করা হয়।

ওসি আরো বলেন, ইউসুফের বিরুদ্ধে এক ওষুধ কোম্পানির হিসাব রক্ষককে চাপাতি দিয়ে কুপিয়ে সাড়ে পাঁচ লাখ টাকা ছিনতাইয়ের মামলাসহ অন্তত ছয়টি মামলা রয়েছে।

বাংলাদেশ সময়: ১০৩৭ ঘণ্টা, ডিসেম্বর ১১, ২০১৬
ইউজি/এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।