ঢাকা, শুক্রবার, ১০ শ্রাবণ ১৪৩২, ২৫ জুলাই ২০২৫, ২৯ মহররম ১৪৪৭

জাতীয়

বুড়িগঙ্গা সেতু থেকে পুলিশ কনস্টেবলের মরদেহ উদ্ধার

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:৫৩, ডিসেম্বর ১০, ২০১৬
বুড়িগঙ্গা সেতু থেকে পুলিশ কনস্টেবলের মরদেহ উদ্ধার

বুড়িগঙ্গা প্রথম সেতুর (পোস্তগোলা সেতু) ওপর থেকে মো. সাদ্দাম (২৬) নামে এক পুলিশ কনস্টেবলের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

কেরানীগঞ্জ, ঢাকা: বুড়িগঙ্গা প্রথম সেতুর (পোস্তগোলা সেতু) ওপর থেকে মো. সাদ্দাম (২৬) নামে এক পুলিশ কনস্টেবলের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (১০ ডিসেম্বর) বিকেল ৪টায় দক্ষিণ কেরানীগঞ্জ থানা পুলিশ তার মরদেহ উদ্ধার করে।

মো. সাদ্দাম মুন্সিগঞ্জ সদর থানার খানবাড়ী এলাকার সেরাজুল খানের ছেলে। তিনি পুলিশ কনস্টেবল ছিলেন।

দক্ষিণ কেরানীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) হান্নান বাংলানিউজকে জানান, সকাল থেকে ওই যুবকের মরদেহ সেতুর ওপর পড়ে ছিল। স্থানীয়রা ধারণা করেছিল কোনো ভবঘুরে হয়তো সেতুর ওপর ঘুমিয়ে আছে। পরে স্থানীয়ার ওই যুবকের কাছে গিয়ে তাকে মৃত অবস্থায় দেখে পুলিশে খবর দেন। পরে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়।

দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ১৭২৯ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০১৬
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।