নাটোর: নাটোর সদর উপজেলার কালিকাপুর এলাকায় বাস খাদে পড়ে বাচ্চু (৩৫) নামে এক যাত্রী নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরো অন্তত সাত যাত্রী।
রোববার (১৩ নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে নাটোর-পাবনা মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। আহতদের স্থানীয় আমেনা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নিহত বাচ্চুর বাড়ি নীলফামারীর ডোমার উপজেলার বাসুনিয়া গ্রামে।
হাইওয়ে পুলিশের ঝলমলিয়া ফাঁড়ির ইনচার্জ সার্জেন্ট হামিদুল ইসলাম বাংলানিউজকে জানান, একটি বাস সকালে নাটোর থেকে লালপুর যাচ্ছিল। পথে কালিকাপুর এলাকায় চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে বাসটি রাস্তার পাশের খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই বাসযাত্রী বাচ্চু মারা যান। এসময় আহত হন আরো সাত যাত্রী।
বাংলাদেশ সময়: ১০৩৮ ঘণ্টা, নভেম্বর ১৩, ২০১৬
এসআই