ঢাকা, সোমবার, ৩ ভাদ্র ১৪৩২, ১৮ আগস্ট ২০২৫, ২৩ সফর ১৪৪৭

জাতীয়

বিএম কলেজে ছাত্রলীগের দু’গ্রুপের হাতাহাতি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০:১৬, নভেম্বর ১২, ২০১৬
বিএম কলেজে ছাত্রলীগের দু’গ্রুপের হাতাহাতি

বরিশাল সরকারি ব্রজমোহন কলেজে (বিএম) ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে।

বরিশাল: বরিশাল সরকারি ব্রজমোহন কলেজে (বিএম) ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে।

শনিবার (১২ নভেম্বর) দুপুর সাড়ে ১২টায় কলেজের জিরো পয়েন্টে দুই দফায় এ হাতাহাতির ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কলেজ ছাত্রলীগ নেতা রেজভী আহম্মেদ রাজা রাঢ়ী ও ছাত্রলীগ নেতা এনামের মধ্যে দ্বন্দ্ব রয়েছে। এর জের ধরে দুপুরে জিরো পয়েন্টে দুই গ্রুপের সদস্যদের মধ্যে প্রথমে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে হাতাহাতির ঘটনা ঘটে। খবর পেয়ে কলেজের বেশ কয়েকজন শিক্ষক এবং পুলিশ সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

ব্রজমোহন কলেজের অধ্যক্ষ স.ম ইমানুল হাকিম বাংলানিউজকে জানান, তুচ্ছ বিষয় নিয়ে হাতাহাতি হয়েছে। এটা তেমন কোনো বিষয় নয়।

বাংলাদেশ সময়: ১৬০৩ ঘণ্টা, নভেম্বর ১১, ২০১৬
এমএস/এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।