ঢাকা, সোমবার, ২ ভাদ্র ১৪৩২, ১৮ আগস্ট ২০২৫, ২৩ সফর ১৪৪৭

জাতীয়

সাভারে প্রদর্শিত হলো রবীন্দ্রনাথের মঞ্চ নাটক ‘রাজার চিঠি’

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১:১৬, নভেম্বর ১২, ২০১৬
সাভারে প্রদর্শিত হলো রবীন্দ্রনাথের মঞ্চ নাটক ‘রাজার চিঠি’ বাংলানিউজটোয়েন্টিফোর.কম

সাভারে জাগরণী থিয়েটারের উদ্যোগে পরিবেশিত হলো রবীন্দ্রনাথের মঞ্চ নাটক রাজার চিঠি।  শুক্রবার (১১ নভেম্বর) রাতে সাভারের এনাম মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালের মিলনায়তনে নাটকটি প্রদর্শিত হয়।

সাভার, ঢাকা: সাভারে জাগরণী থিয়েটারের উদ্যোগে পরিবেশিত হলো রবীন্দ্রনাথের মঞ্চ নাটক রাজার চিঠি।

শুক্রবার (১১ নভেম্বর) রাতে সাভারের এনাম মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালের মিলনায়তনে নাটকটি প্রদর্শিত হয়।

একটি চিঠিকে কেন্দ্র করে রচিত এ নাটকটির ১৫ তম প্রযোজনায় চতুর্থবার প্রদর্শিত হলো। এ নাটকে বাংলা ভাষা, দেশ প্রেম ও দেশের স্বাধীনতার মূল কথা প্রকাশ পেয়েছে।
 
নাটকটি রচনা করেছেন মাহফুজা হিলালী ও নিদের্শনায় দেবাশীষ ঘোষ এবং নাটকটির প্রধান চরিত্রে অংশগ্রহণ করেছেন জাগরণী থিয়েটারের সাধারণ সম্পাদক সরন সাহা।
 
বাংলাদেশ সময়: ০৭১১ ঘণ্টা, নভেম্বর ১২, ২০১৬
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।