ঢাকা, সোমবার, ২ ভাদ্র ১৪৩২, ১৮ আগস্ট ২০২৫, ২৩ সফর ১৪৪৭

জাতীয়

তালতলীতে বাল্যবিয়ে বন্ধ, কনের মায়ের কারাদণ্ড

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩:১৩, নভেম্বর ১১, ২০১৬
তালতলীতে বাল্যবিয়ে বন্ধ, কনের মায়ের কারাদণ্ড

বরগুনার তালতলীতে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) হস্তক্ষেপে বাল্য বিবাহ থেকে রক্ষা পেয়েছে মাধ্যমিক বিদ্যালয়ের এক কিশোরী।

বরগুনা: বরগুনার তালতলীতে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) হস্তক্ষেপে বাল্য বিবাহ থেকে রক্ষা পেয়েছে মাধ্যমিক বিদ্যালয়ের এক কিশোরী।
 
এসময় কনের মা ফাহিমা বেগমকে এক মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

শুক্রবার (১১ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার বড় আমখোলা গ্রামে এ ঘটনা ঘটে।

জানা যায়, লাউপাড়া মাধ্যমিক বিদ্যালয়ের এক শিক্ষার্থীকে জোর করে বিয়ে দিচ্ছিলো তার মা ফাহিমা বেগম।
 
এ সময় খবর পেয়ে তালতলী ইউএনও তৌসিফ আহম্মেদ সেখানে উপস্থিত হয়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কনের মাকে এক মাসের কারাদণ্ডের আদেশ দেন।

ইউএনও তৌসিফ আহম্মেদ বাংলানিউজকে জানান, জেলা প্রশাসকের ঘোষণা অনুযায়ী দুই মাসের মধ্যে এ জেলাকে বাল্য বিয়ে মুক্ত করতে ও সরকারি আইনের কার্যকর বাস্তবায়নে এ ধরনের পদক্ষেপ নেওয়া হচ্ছে।

বাংলাদেশ সময়: ০৫০৯ ঘণ্টা, নভেম্বর ১২, ২০১৬
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।