ঢাকা, সোমবার, ২ ভাদ্র ১৪৩২, ১৮ আগস্ট ২০২৫, ২৩ সফর ১৪৪৭

জাতীয়

বরিশালে ইয়াবাসহ যুবক আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:৪৭, নভেম্বর ১১, ২০১৬
বরিশালে ইয়াবাসহ যুবক আটক

বরিশালে ৩১০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. মহিউদ্দিন (২৯) নামে এক যুবককে আটক করেছে র‌্যাব-৮ এর সদস্যরা। শুক্রবার (১১ নভেম্বর) সন্ধ্যায় বরিশাল নগরের এয়ারপোর্ট থানার কাশিপুর হাইস্কুল অ্যান্ড কলেজ সংলগ্ন এলাকা থেকে তাকে আটক করা হয়।

বরিশাল: বরিশালে ৩১০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. মহিউদ্দিন (২৯) নামে এক যুবককে আটক করেছে র‌্যাব-৮ এর সদস্যরা।

শুক্রবার (১১ নভেম্বর) সন্ধ্যায় বরিশাল নগরের এয়ারপোর্ট থানার কাশিপুর হাইস্কুল অ্যান্ড কলেজ সংলগ্ন এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটক মহিউদ্দিন এয়ারপোর্ট থানার কাশিপুরের ইছাকাঠি এলাকার মৃত মো. আজাহার আলীর ছেলে।

রাতে র‌্যাবের পক্ষ থেকে বাংলানিউজকে একটি ই-মেইল বার্তায় বিষয়টি নিশ্চিত করা হয়।

বাংলাদেশ সময়: ০০৪২ ঘণ্টা, নভেম্বর ১২, ২০১৬
এমএস/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।