ঢাকা, সোমবার, ৩ ভাদ্র ১৪৩২, ১৮ আগস্ট ২০২৫, ২৩ সফর ১৪৪৭

জাতীয়

রাজধানীর পল্লবীতে এসআইয়ের মরদেহ উদ্ধার

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:৩২, নভেম্বর ১১, ২০১৬
রাজধানীর পল্লবীতে এসআইয়ের মরদেহ উদ্ধার

রাজধানীর পল্লবীতে সোমেন হাসনাইন রব্বানি (৩৮) নামে এক উপ-পরিদর্শকের (এসআই) মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

ঢাকা: রাজধানীর পল্লবীতে সোমেন হাসনাইন রব্বানি (৩৮) নামে এক উপ-পরিদর্শকের (এসআই) মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (১০ নভেম্বর) সন্ধ্যা ৬টার দিকে পল্লবী থানাধীন এলাকার একটি ভবন থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়।

পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দাদন ফকির বিষয়টি বাংলানিউজকে জানিয়েছেন।

তিনি বলেন, সোমেন হাসনাইন রব্বানি পুলিশের অপরাধ তদন্ত বিভাগে (সিআইডি) কর্মরত ছিলেন। তিনি পরিবারসহ ওই বাসায় ভাড়া থাকতেন। তার গ্রামে বাড়ি যশোরে। মৃত্যুর বিষয়টি আরো খতিয়ে দেখা হচ্ছে।

মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠানো প্রক্রিয়া চলছে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ২১২৮ ঘণ্টা, নভেম্বর ১১, ২০১৬
এজেডএস/এএটি/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।