ঢাকা, সোমবার, ২ ভাদ্র ১৪৩২, ১৮ আগস্ট ২০২৫, ২৩ সফর ১৪৪৭

জাতীয়

খুলনায় গৃহবধূর মরদেহ উদ্ধার

ব্যুরো এডিটর | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০:২৩, নভেম্বর ১১, ২০১৬
খুলনায় গৃহবধূর মরদেহ উদ্ধার

খুলনায় মহানগরীর ইসলামপাড়া দ্বিতীয় গলির বাসা থেকে ঝুলন্ত অবস্থায় কানিজ ফাতেমা আশা (২৫) নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

খুলনা: খুলনায় মহানগরীর ইসলামপাড়া দ্বিতীয় গলির বাসা থেকে ঝুলন্ত অবস্থায় কানিজ ফাতেমা আশা (২৫) নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (১১ নভেম্বর) বেলা সাড়ে ১১টায় লবণচরা থানা পুলিশ আশার মরদেহ উদ্ধার করে।

তার গ্রামের বাড়ি রূপসা উপজেলার কাজদিয়ায়।

পুলিশ ও এলাকাবাসী জানায়, আশা নগরীর একটি ডায়াগনষ্টিক সেন্টারে চাকরি করতেন। স্বামীর সঙ্গে মিল না থাকায় তিনি নগরীর ইসলামপাড়া দ্বিতীয় গলির মুনসুর আলীর বাড়িতে ভাড়া থাকতেন। শুক্রবার ওই বাসা থেকে মুখে টেপ ও দুই হাতের রগ কাটা ঘরের আড়ার সঙ্গে ঝুলন্ত অবস্থায় আশার মরদেহ উদ্বার করা হয়।

লবনচরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরদার মোশারফ হোসেন বাংলানিউজকে বলেন, তাকে শ্বাস রুদ্ধ করে হত্যা করা হয়েছে। মরদেহ উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ধর্ষণের বিষয়টি মেডিকেলে পরীক্ষার পর বলা যাবে।

আশার পরিবারের লোকজনদের খবর দেওয়া হয়েছে। স্বজনরা আসার পর মামলা হবে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।

বাংলাদেশ সময়: ১৬২০ ঘণ্টা, নভেম্বর ১১, ২০১৬
এমআরএম/জিপি/বিএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।