ঢাকা, সোমবার, ২ ভাদ্র ১৪৩২, ১৮ আগস্ট ২০২৫, ২৩ সফর ১৪৪৭

জাতীয়

পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে যানজট বাড়ছে

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮:২৯, নভেম্বর ১১, ২০১৬
পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে যানজট বাড়ছে ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ফেরি সংকটের কারণে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটের উভয় ঘাটে বাস-ট্রাক ও ছোট যানসহ পারের অপেক্ষায় অন্তত সাত শতাধিক যানবাহন আটকা পড়েছে। ফলে উভয় ঘাটে যানজট ক্রমেই বাড়ছে।

মানিকগঞ্জ, ঢাকা: ফেরি সংকটের কারণে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটের উভয় ঘাটে বাস-ট্রাক ও ছোট যানসহ পারের অপেক্ষায় অন্তত সাত শতাধিক যানবাহন আটকা পড়েছে। ফলে উভয় ঘাটে যানজট ক্রমেই বাড়ছে।

 

শুক্রবার (১১ নভেম্বর) দুপুর ২টার দিকে উভয় ফেরিঘাট সূত্র বাংলানিউজকে এ তথ্য জানায়।

এর আগে ফেরি সংকটের কারণে সকাল ৮টা থেকে এ রুটে যানজট শুরু হয়।

পাটুরিয়া ফেরিঘাট নৌ পুলিশের ইনচার্জ সামছুল আলম বাংলানিউজকে জানান, ঘাটের জিরো পয়েন্ট থেকে নবগ্রাম পর্যন্ত প্রায় দুই কিলোমিটার দীর্ঘ এলাকাজুড়ে যাত্রীবাহী বাসের লাইন রয়েছে। এ ঘাটে পারের অপেক্ষায় রয়েছে অন্তত দুই শতাধিক বাস।

তবে বাস ও ছোট যানবাহন অগ্রাধিকার ভিত্তিতে পার করায় পাটুরিয়া ফেরিঘাট ট্রাক টার্মিনালে অন্তত তিন শতাধিক ট্রাক আটকা রয়েছে।

অপরদিকে, দৌলতদিয়া ফেরিঘাট শাখা বাণিজ্য বিভাগের সহকারী ব্যবস্থাপক আবু আবদুল্লাহ জানান, নৌরুটে পারের অপেক্ষায় দৌলতদিয়া ঘাট এলাকায় দুই শতাধিক ট্রাকের দীর্ঘ লাইনের চাপ কিছুটা কমলেও এখন আবার শতাধিক বাসের লাইন রয়েছে।

পাটুরিয়া-দৌলতদিয়া রুটে ছোট-বড় মিলে ১৪টি ফেরি চলাচল করছে। যান্ত্রিক ত্রুটির কারণে মেরামতে রয়েছে ৫টি ফেরি।

** পাটুরিয়া-দৌলতদিয়ায় পারের অপেক্ষায় ৭০০ গাড়ি

বাংলাদেশ সময়: ১৪২৩ ঘণ্টা, নভেম্বর ১১, ২০১৬
এজি/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।