ঢাকা, সোমবার, ২ ভাদ্র ১৪৩২, ১৮ আগস্ট ২০২৫, ২৩ সফর ১৪৪৭

জাতীয়

চান্দিনায় ৫ হাজার পিস ইয়াবাসহ আটক ১

উপজেলা করসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫:৫৬, নভেম্বর ১১, ২০১৬
চান্দিনায় ৫ হাজার পিস ইয়াবাসহ আটক ১

কুমিল্লার চান্দিনা উপজেলার কাঠেরপুল এলাকায় ৫ হাজার পিস ইয়াবাসহ সোনা মিয়া (৪০) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।

চান্দিনা (কুমিল্লা): কুমিল্লার চান্দিনা উপজেলার কাঠেরপুল এলাকায় ৫ হাজার পিস ইয়াবাসহ সোনা মিয়া (৪০) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।

শুক্রবার (১১ নভেম্বর) সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক থেকে তাকে আটক করা হয়।

তিনি ময়মনসিংহের ভালুকা উপজেলার পাইলাবর গ্রামের আমজাদ আলী শেখের ছেলে।

চান্দিনা থানার উপপরিদর্শক (এসআই) স্বপন কুমার দাশ বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে সকালে কাঠেরপুল এলাকায় ঢাকাগামী তিশা পরিবহনের একটি বাসে তল্লাশি চালানো হয়। এ সময় ৫ হাজার পিস ইয়াবাসহ সোনা মিয়াকে আটক করা হয়।

সোনা মিয়ার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় মামলা করা হয়েছে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১১৫৩ ঘণ্টা, নভেম্বর ১১, ২০১৬
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।