ঢাকা, বৃহস্পতিবার, ১৩ ভাদ্র ১৪৩২, ২৮ আগস্ট ২০২৫, ০৪ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

ওয়াসার এমডিকে দুদকের জিজ্ঞাসাবাদ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:০৩, নভেম্বর ১, ২০১৬
ওয়াসার এমডিকে দুদকের জিজ্ঞাসাবাদ

ঢাকা: পদ্মা জশলদিয়া পানি শোধনাগার প্রকল্প ও এডিবি একটি প্রকল্পের টেন্ডারসহ বিভিন্ন অনিয়মের অভিযোগে ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) তাকসিম এ খানকে জিজ্ঞাসাবাদ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

মঙ্গলবার (০১ নভেম্বর) দুদকের পরিচালক জায়েদ হোসেনে খানের নেতৃত্বে একটি টিম ওয়াসা কার্যালয়ে তাকে জিজ্ঞাসাবাদ করেন।

২০১২ সালের ২৫ সেপ্টেম্বর চীনের ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স চায়না সিএএমসি ইঞ্জিনিয়ারিং কোম্পানি লিমিটেডের সঙ্গে ঢাকা ওয়াসা চুক্তি করে। এজন্য দরপত্র আহ্বান করা হয়নি।

ঠিকাদার চূড়ান্ত করার আগে ওয়াসার নিয়মানুযায়ী ভেটিং বা দর-কষাকষি করা হয়নি ঠিকাদারি প্রতিষ্ঠানের সঙ্গে। ভেটিং না করায় কমপক্ষে ৩৫০ কোটি টাকারও বেশি ক্ষতি হয়েছে বলে দুদকে আসা অভিযোগ উল্লেখ রয়েছে।

এছাড়া এডিবির প্রকল্পসহ আরও বেশ কিছু প্রকল্পের দুর্নীতির অভিযোগ নিয়েও তাকে জিজ্ঞাসাবাদ করা হয়।

বাংলাদেশ সময়: ১৭৪৪ ঘণ্টা, নভেম্বর ০১, ২০১৬
টিএইচ/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।