ঢাকা, বৃহস্পতিবার, ১৩ ভাদ্র ১৪৩২, ২৮ আগস্ট ২০২৫, ০৪ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:৪৪, নভেম্বর ১, ২০১৬
বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

বরিশাল: বরিশালের বৈদ্যপাড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বাদশা হাওলাদার (২০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (০১ নভেম্বর) দুপুরে নগরীর ২০ নম্বর ওয়ার্ডের বৈদ্যপাড়ায় এ দুর্ঘটনা ঘটে।

মৃত বাদশা হাওলাদার মেট্রোপলিটন এয়ারপোর্ট থানাধীন কলাডেমা এলাকার আব্দুল জলিল হাওলাদার ছেলে।

স্থানীয়রা জানান, দুপুরে বাদশা বৈদ্যপাড়ার হাবিব ভবন নামে নির্মাণাধীন বহুতল ভবনে বিদ্যুৎ লাইনে কাজ করছিলেন। এসময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বাংলাদেশ সময়: ১৭৩০ ঘণ্টা, নভেম্বর ০১, ২০১৬
এমএস/এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।