ঢাকা, বৃহস্পতিবার, ১৩ ভাদ্র ১৪৩২, ২৮ আগস্ট ২০২৫, ০৪ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

নকলে সহায়তার দায়ে শিক্ষকের কারাদণ্ড

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:৩৯, নভেম্বর ১, ২০১৬
নকলে সহায়তার দায়ে শিক্ষকের কারাদণ্ড

বাগেরহাট: বাগেরহাটের মোড়েলগঞ্জে জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষায় এক শিক্ষার্থীকে নকলে সহায়তার দায়ে এক মাদ্রাসা শিক্ষককে তিন মাসের কারাদণ্ডাদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (০১ নভেম্বর) মোড়েলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ ওবায়দুর রহমান এ আদেশ দেন।

হাবিবুর রহমান উপজেলার বিএস ওয়াহেজিয়া দাখিল মাদ্রাসার সহকারী মৌলভী।

মুহাম্মদ ওবায়দুর রহমান জানান, পরীক্ষার প্রথম দিনে কোরআন পরীক্ষা চলাকালীন উপজেলার রওশনারা মহিলা ডিগ্রি কলেজ কেন্দ্র পরিদর্শনে যান তিনি। এসময় বিএস ওয়াহেজিয়া দাখিল মাদ্রাসার ছাত্রী আয়শা আকতারকে নকলে সহযোগিতা করার সময় শিক্ষক হাবিবুরকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ওই শিক্ষককে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও পরীক্ষার্থী আয়শা আকতারকে বহিষ্কার করা হয়।

বিকেলে পুলিশের মাধ্যমে হাবিবুর রহমানকে বাগেরহাট জেলা কারাগারে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৭১৪ ঘণ্টা, নভেম্বর ০১, ২০১৬
এনটি/পিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।