ঢাকা, বৃহস্পতিবার, ১৩ ভাদ্র ১৪৩২, ২৮ আগস্ট ২০২৫, ০৪ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

বাল্যবিয়ের আয়োজন করায় কনের বাবার কারাদণ্ড

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:৩০, নভেম্বর ১, ২০১৬
বাল্যবিয়ের আয়োজন করায় কনের বাবার কারাদণ্ড ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

নাটোর: নাটোর সদর উপজেলার চকবাগরোম হালসা গ্রামে বাল্যবিয়ের আয়োজন করায় মেয়ের বাবা শহিদুল ইসলামকে (৫০) ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

 

 
মঙ্গলবার (০১ নভেম্বর) বিকেল ৪টার দিকে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নায়িরুজ্জামান এ দণ্ডাদেশ দেন।


 
নাটোর সদর থানার উপপরিদর্শক (এসআই) সৈকত হাসান বাংলানিউজকে জানান, উপজেলার হালসা গ্রামের শহিদুলের মেয়ে মিম খাতুনের (১৭) সঙ্গে একই উপজেলার খলসুন হালসা গ্রামের মোস্তফার ছেলে আমিরুল ইসলামের (২৫) বিয়ের আয়োজন করা হয়।
 
খবর পেয়ে ইউএনও নায়িরুজ্জামান পুলিশ নিয়ে বিকেলে ওই বিয়ে বাড়িতে অভিযান চালান। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে বর ও বরযাত্রীরা পালিয়ে যান। পরে কনের বাবাকে আটক করে বিচারক এ রায় দেন।

বাংলাদেশ সময়: ১৭১৯ ঘণ্টা, নভেম্বর ০১, ২০১৬
এজি/পিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।