ঢাকা, বৃহস্পতিবার, ১৩ ভাদ্র ১৪৩২, ২৮ আগস্ট ২০২৫, ০৪ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

জিসিসি’র হিসাবরক্ষণ কর্মকর্তা দুর্নীতি মামলায় গ্রেফতার

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:০৫, নভেম্বর ১, ২০১৬
জিসিসি’র হিসাবরক্ষণ কর্মকর্তা দুর্নীতি মামলায় গ্রেফতার

গাজীপুর: গাজীপুর সিটি করপোরেশনের (জিসিসি) হিসাবরক্ষণ কর্মকর্তা গোলাম কিবরিয়াকে দুর্নীতি মামলায় গ্রেফতার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।  

মঙ্গলবার (০১ নভেম্বর) সকাল ১০টার দিকে সিটি করপোরেশনের অফিস থেকে তাকে গ্রেফতার করা হয়।

 

জিসিসির ভারপ্রাপ্ত মেয়র আসাদুর রহমান কিরণ জানান, দুর্নীতি মামলায় সকাল ১০টার দিকে জিসিসি কার্যালয় থেকে হিসাবরক্ষণ কর্মকর্তা গোলাম কিবরিয়াকে গ্রেফতার করে নিয়ে যায় দুর্নীতি দমন কমিশন (দুদক)।

এর আগে সিটি করপোরেশনের ত্রাণ ও দরিদ্র তহবিলের টাকা আত্মসাতের অভিযোগে দুদকের উপ-পরিচালক সামছুল আলম বাদী হয়ে জয়দেবপুর থানায় দুর্নীতি মামলা দায়ের করেন।  

মামলায় সিটি করপোরেশনের বরখাস্তকৃত মেয়র অধ্যাপক এম এ মান্নানকে প্রধান আসামি এবং তৎকালীন হিসাবরক্ষণ কর্মকর্তা গোলাম কিবরিয়া এজাহারনামীয় আসামি করা হয়। গ্রেফতারের পর গোলাম কিবরিয়াকে গাজীপুর আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।  

বাংলাদেশ সময়: ১৭০০ ঘণ্টা, নভেম্বর ০১, ২০১৬
আরএস/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।