ঢাকা, বৃহস্পতিবার, ১৩ ভাদ্র ১৪৩২, ২৮ আগস্ট ২০২৫, ০৪ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

মেহেরপুরে র‌্যাব পরিচয় দেওয়া প্রতারক আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪:২৭, নভেম্বর ১, ২০১৬
মেহেরপুরে র‌্যাব পরিচয় দেওয়া প্রতারক আটক ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

মেহেরপুর: র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) সদস্য- মিথ্যা পরিচয় দিয়ে মেহেরপুরে এক ব্যবসায়ীর কাছে চার হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে ইন্তেখার আহসান খান (৬২) নামে এক বৃদ্ধকে আটক করে থানায় সোপর্দ করেছে স্থানীয়রা।

সোমবার (৩১ অক্টোবর) দিনগত রাত ১০টার দিকে শহরে বড়বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়।

ইন্তেখার আহসান খানের বাড়ি রাজশাহী জেলার পুঠিয়া গ্রামে।

মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ ইকবাল হোসেন বাংলানিউজকে জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে আটক ব্যক্তি গত এক সপ্তাহ যাবৎ মেহেরপুর শহরের অনাবিল হোটেলে অবস্থান করছিলেন।

বাংলাদেশ সময়: ০৪২৩ ঘণ্টা, নভেম্বর ০১, ২০১৬
এটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।