ঢাকা, বৃহস্পতিবার, ১৩ ভাদ্র ১৪৩২, ২৮ আগস্ট ২০২৫, ০৪ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

মালিবাগে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ফ্লাইওভার নির্মাণ শ্রমিকের মৃত্যু

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২:৩৫, নভেম্বর ১, ২০১৬
মালিবাগে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ফ্লাইওভার নির্মাণ শ্রমিকের মৃত্যু

ঢাকা: রাজধানীর মালিবাগ এলাকায় ফ্লাইওভারের নির্মাণ কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. কামাল হোসেন (৫৫) নামে এক শ্রমিক মারা গেছেন।

মুমুর্ষূ অবস্থায় উদ্ধার করে মঙ্গলবার (১ নভেম্বর) রাত দেড়টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক কামালকে মৃত ঘোষণা করেন।

কামালের বাড়ি পটুয়াখালী জেলায়। তার বাবার নাম মো. আনোয়ার হোসেন। তিনি মুগদা মদিনাবাগ এলাকায় বসবাস করতেন।

এ প্রসঙ্গে তমা কনস্ট্রাকশন অ্যান্ড কোম্পানি লিমিটেডের কর্মচারী জাকির হোসেন বলেন, রাতে নির্মাণ কাজ করার সময় জেনারেটরের তারে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন কামাল। দ্রুত উদ্ধার করে ঢামেক হাসপাতালে নেওয়া হলে রাত দেড়টায় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঢামেক ক্যাম্প পুলিশের উপ-পরিদর্শক (এসআই) বাচ্চু ‍মিয়া বলেন, নিহত শ্রমিকের মরদেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

বাংলাদেশ সময়: ০২৩২ ঘণ্টা, নভেম্বর ০১, ২০১৬
এজেডএস/এটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।