ঢাকা, শুক্রবার, ১৪ ভাদ্র ১৪৩২, ২৯ আগস্ট ২০২৫, ০৫ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

উল্লাপাড়ায় সিমেন্ট কারখানার শ্রমিকের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:৫১, অক্টোবর ৩১, ২০১৬
উল্লাপাড়ায় সিমেন্ট কারখানার শ্রমিকের মৃত্যু

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার আমান সিমেন্ট কারখানায় চুনা পাথর ঢুকানোর সময় আন্ডার গ্রাউন্ড জিমে চাপা পড়ে হৃদয় (১৬) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। এ সময় ফজর আলী (৪৫) আরো এক শ্রমিক আহত হয়েছেন।

এ ঘটনার প্রতিবাদে শ্রমিকরা বিক্ষোভ মিছিল ও আমান সিমেন্ট কারখানায় ভাঙচুর চালিয়েছে।

সোমবার (৩১ অক্টোবর) সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।

নিহত হৃদয় উল্লাপাড়া আর এস এলাকার গাড়লগাঁতী গ্রামের গোলাম মোস্তফার ছেলে। আহত ফজর আলী (৪৫) শাহজাদপুর উপজেলার তালগাছি গ্রামের মৃত সোহরাব আলীর ছেলে।

উল্লাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেওয়ান কৌশিক আহমেদ জানান, চুনা পাথর ঢুকানোর সময় আন্ডার গ্রাউন্ড জিমের ভেতরে পা ফসকে পড়ে যায় হৃদয়। তাকে উদ্ধার করতে এগিয়ে আসে অপর শ্রমিক ফজর আলী। এতে ঘটনাস্থলেই মারা যায় হৃদয়। এ সময় অন্যান্য শ্রমিকরা ফজর আলীকে উদ্ধার করে উল্লাপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখানে অবস্থার অবনতি হলে ফজর আলীকে এনায়েতপুর খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে এসে নিহত হৃদয়কে উদ্ধার করে।

এদিকে শ্রমিক নিহত হওয়ার ঘটনার প্রতিবাদে বিক্ষুব্ধ শ্রমিকরা আমান সিমেন্ট কারখানায় ভাঙচুর চালায়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। ফের কোনো অপ্রীতিকর ঘটনার আশঙ্কায় বর্তমানে সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

বাংলাদেশ সময়: ১১৪১ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০১৬
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ