ঢাকা, শুক্রবার, ১৪ ভাদ্র ১৪৩২, ২৯ আগস্ট ২০২৫, ০৫ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

কোটালীপাড়ায় ইউপি চেয়ারম্যানের বাড়িতে ডাকাতি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:০৪, অক্টোবর ৩১, ২০১৬
কোটালীপাড়ায় ইউপি চেয়ারম্যানের বাড়িতে ডাকাতি

গোপালগঞ্জ: গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার হিরন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এবাদুল মুন্সির বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতরা নগদ অর্থ ও বিপুল পরিমাণ স্বর্ণালঙ্কার লুটে নিয়ে গেছে।

রোববার (৩০ অক্টোবর) দিবাগত রাতে এ ডাকাতির ঘটনা ঘটে।

ইউপি চেয়ারম্যান এবাদুল মুন্সি জানান, রোববার দিবাগত রাত তিনটার দিকে ১৫/২০ জনের একদল মুখোশধারী ডাকাত বাড়ির নিচতলার দরজা ভেঙে ঘুমন্ত কর্মচারীদের অস্ত্রের মুখে জিম্মি করে। পরে দোতালায় গিয়ে তাদের দিয়ে বাড়ির অন্যদের ডেকে তুলে একে একে সবাইকে বেঁধে ফেলে। তাকেও মাথায় পিস্তল ঠেকিয়ে জিম্মি করে ডাকাতরা।

পার আলমিরা থেকে নগদ সাড়ে ৪ লাখ টাকা ও প্রায় ৮০ ভরি সোনার গহনা লুটে নিয়ে চলে যায়। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে বলে তিনি জানান।

কোটালীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ফারুক ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

বাংলাদেশ সময়: ১১০০ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০১৬
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ