খুলনা: খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) কম্পিউটার সাইন্সের চতুর্থ বর্ষের ছাত্রী নাবিলা রহমান (২৩) গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।
রোববার (৩০ অক্টোবর) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের খানজাহান আলী হলের পেছনের ভাড়া বাসা থেকে তার ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করা হয়।
হরিণটানা থানার উপ-পরিদর্শক (এসআই) দেবাশিষ জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নাবিলার মরদেহ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।
বাংলাদেশ সময়: ০৩০৯ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০১৬
এমআরএম/এসএইচ